স্কুল-কলেজ খোলায় শেরপুরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-09-2021

স্কুল-কলেজ খোলায় শেরপুরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

করোনাকালিন দীর্ঘদিন (১৭মার্চ ২০২০ থেকে ১১ সেপ্টাম্বর ২০২১) বন্ধ থাকার পর আজ ১২ সেপ্টম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলা সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্তে সকাল থেকেই শহর গ্রামের রাস্তাঘাটগুলোতে স্কুল মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের আসা যাওয়ায় ছিল মুখরিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর সহপাঠীর সাক্ষাতে ছিল প্রাণের ছোয়া। প্রতিটি প্রতিষ্ঠানেই শিক্ষক শিক্ষার্থীদের জন্য ছিল হাত ধোয়ার ব্যবস্থা।মুখে মাস্ক ছিল সবার। প্রতিষ্ঠানে প্রশাসন ও  শিক্ষা বিষয়ক কর্মকর্তাদের পরিদর্শনও ছিল চোখে পড়ার মত। সব মিলিয়ে শিক্ষাঙ্গন ছিল মুখরিত।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান জানিয়েছেন জেলার ১৮১টি মাধ্যমিক স্কুল, ১০৪টি মাদ্রাসা ও ২৯টি কলেজেই আজ শিক্ষক শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। তবে শহরের চেয়ে গ্রামে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। দিনে দিনে উপস্থিতি আরও বাড়বে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের উপস্থিতির চেয়ে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা