স্কুল-কলেজের ৯০ শতাংশ শিক্ষক-কর্মচারী কোভিড-১৯ টিকা নিয়েছেন'


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-09-2021

স্কুল-কলেজের ৯০ শতাংশ শিক্ষক-কর্মচারী কোভিড-১৯ টিকা নিয়েছেন'

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, ‘দেশের স্কুল-কলেজের ৯০ শতাংশ শিক্ষক-কর্মচারী কোভিড-১৯ টিকা নিয়েছেন। বাকিদের কারও সমস্যা রয়েছে, বা কো-মরবিডিটি (অন্যান্য রোগে আক্রান্ত) থাকতে পারে। এসব কারণে তারা নিতে পারেননি।’

মাউশি’র মহাপরিচালক বলেন, ‘আজ স্কুল-কলেজ খুলেছে। আমরা যা দেখলাম, পরিবেশ অত্যন্ত সন্তোষজনক।’

রবিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সংবাদকর্মীদের সামনে মাউশি’ মহাপরিচালক এ কথা বলেন।

অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘আজ দেখলাম-শিক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছে। শিক্ষক-শিক্ষার্থীদের সবাই মাস্ক পরেছে। এছাড়া প্রথম দিন শিক্ষার্থীরা কীভাবে সামাজিক দূরত্ব মেনে চলবে, সে বিষয়ে শিক্ষকদের ব্রিফিং করার কথা। সেটিও শিক্ষকেরা করেছেন।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা