নালিতাবাড়ীতে একরাতে ৮ দোকানে চুরি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-09-2021

নালিতাবাড়ীতে একরাতে ৮ দোকানে চুরি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গ্রামীণ একটি বাজারে একরাতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল বাবুর বাজারে তালা ভেঙ্গে চুরি হয়। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, শনিবার দিবাগত রাতে ব্যবসায়ীরা প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যার যার বাড়ি চলে যান। রবিবার সকালে দোকানপাট খুলতে এসে দেখেন পর্যায়ক্রমে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে চুরি হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মুদি-মনোহরী, কাপড় ও ওষুধের দোকান রয়েছে। 

রামচন্দ্রকুড়া ইউনিয়নের চেয়ারম্যান খোকা বলেন, ব্যবসায়ীরা সকালে ফোনে আমাকে চুরি যাওয়ার বিষয়টি বলে। তাৎক্ষনিক আমি ওসিকে ফোন করে জানাই। পরে ওসি ওই বাজারে গিয়ে তদন্ত করে আসেন। 

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহামেদ বাদল বলেন, আমি ওই চুরি যাওয়া বাজারে গিয়েছিলাম। আটটি দোকানে চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা