পিরোজপুরে মিষ্টি মুখ করে শ্রেণিকক্ষে ঢুকছে শিক্ষার্থীরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-09-2021

পিরোজপুরে মিষ্টি মুখ করে শ্রেণিকক্ষে ঢুকছে শিক্ষার্থীরা

মিষ্টি মুখ করে ফুলেল শুভেচ্ছায় দীর্ঘ প্রায় দেড় বছর পরে শ্রেণি কক্ষে ঢুকলো পিরোজপুরে শিক্ষার্থীরা। সারা দেশের ন্যায় পিরোজপুরেও দেড় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে ক্লাস।

ফলে আবারো প্রাণচাঞ্চল্যতা ফিরে পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এদিন সকাল ৯টা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীরা আসতে শুরু করে। হ্যান্ড স্যানিটাইজারের কাজ শেষে মিষ্টি মুখ করে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করে।

এছাড়া শারীরিক দূরত্ব বজায় রেখেই শুরু হয় ক্লাস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সরব। বহুদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরাও উদ্দীপ্ত। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু আলি মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা