দিনাজপুরে নদীতে ডুবে খালা-ভাগ্নের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-09-2021

দিনাজপুরে নদীতে ডুবে খালা-ভাগ্নের মৃত্যু

দিনাজপুরের কাহারোলে পূর্নভবা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারুফা ও শামিম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন খালা-ভাগ্নে ।  

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বকসি ডাঙ্গা এলাকায় পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত মারুফা (১১) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বকসি ডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে এবং শামীম (৮) বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে আপন খালা-ভাগ্নে। স্থানীয়রা জানায়, শিশু শামীম গত দুইদিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খালা মারুফাসহ ৪/৫জন শিশু বাড়ির পার্শে পূর্ণভবা নদীতে গোসল করতে যায়। এ সময় মারুফা ও ভাগ্নে শামীম পানিতে ডুবে যায়। নদীর ধারে থাকা প্রতিবেশী দুই নারী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে জাল ফেলে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে রামচন্দ্রপুর ইউপির চেয়ারম্যান আতাউর রহমান বাবুল নদীতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা