চুয়াডাঙ্গার ৬৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-09-2021

চুয়াডাঙ্গার ৬৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু

প্রায় দেড় বছর পর চুয়াডাঙ্গায় ৬৫০ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। রবিবার সকাল থেকে বিদ্যালয়গুলোতে উৎসবের আমেদ পরিলক্ষিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। একই সাথে আবারও করোনার সংক্রমণ বৃদ্ধির শঙ্কাও রয়েছে।

রবিবার সকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভি জে সরকারি উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা গেছে, উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ প্রবেশ করছে। তাদের পরনে চিরচেনা স্কুলের পোশাক, কাঁধে বইয়ের ব্যাগ। শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয়ের আঙ্গিনা।  

করোনার স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান করে স্কুলে এসেছে তারা। দীর্ঘদিন পর স্কুল খুললেও সহপাঠীদের সঙ্গে আগের সেই হইহুল্লোড় নেই। শিক্ষকদের নির্দেশনা মেনে শিক্ষার্থীরা দূরত্ব বজায় রেখে স্কুলে প্রবেশ করছে। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ করে প্রবেশ করানো হয়েছে। সকলকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে। ফটকে শিক্ষার্থীদের ফুল নিয়ে বরণ করে নেয়া হয়েছে। জেলায় কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে সাড়ে প্রায় ৬৫০।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা