মোরেলগঞ্জে ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-09-2021

মোরেলগঞ্জে ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে টানা দেড় বছর বন্ধ থাকার পরে আজ থেকে ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ৫শত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। 

এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩০৯টি, মাধ্যমিক স্তরের ১২৭ ও উচ্চ মাধ্যমিক স্তরের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান ও সুপারভাইজার মো. বাকি বিল্লাহ্ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ পরিদর্শন করেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা