জাবিতে সংরক্ষণের অভাবে সৌন্দর্য হারিয়েছে পদ্মপুকুর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-09-2021

জাবিতে সংরক্ষণের অভাবে সৌন্দর্য হারিয়েছে পদ্মপুকুর

গোলাপি পদ্মে কানায় কানায় পূর্ণ পুকুর। ঠিক মাঝখানে দৃষ্টিনন্দন লাইটিংয়ে সাজানো কংক্রিটের তৈরি পদ্ম ফোয়ারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চৌরঙ্গী মোড়ের ছোট্ট এই পুকুর এক সময় মুগ্ধ করত দর্শনার্থীদের। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যে নতুন পালক যুক্ত করা এই জলাশয় ‘পদ্মপুকুর’ নামেও পরিচিত। তবে সংরক্ষণের অভাবে সৌন্দর্য হারিয়েছে এটি। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পদ্ম ফোয়ারা। আর যত্নের অভাবে পদ্মও ফুটছে কম।

সরেজমিনে দেখা যায়, পুকুরের চারদিকে ঘন জঙ্গলে ভরে গেছে। পানির স্বচ্ছতা নেই বললেই চলে। দর্শনার্থী ও শিক্ষার্থীদের ছুড়ে ফেলা পানির বোতল ও চিপসের প্যাকেট ভাসছে পানিতে। পদ্ম ফোয়ারার ভেতরের যন্ত্রাংশও নষ্টের শঙ্কা রয়েছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় পুকুরজুড়ে জন্ম নিয়েছে আগাছা আর জঞ্জাল

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা