চাঁদপুরে আনসার-ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-09-2021

চাঁদপুরে আনসার-ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

চাঁদপুরে ভিডিপি অস্ত্রসহ ২১ দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ  আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। 

জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ (পিপিএম)। আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট জে.এম. ইমরানের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি জেলা কমান্ড্যান্ট মো. শাহনেওয়াজ হোসেন।

প্রধান অতিথি বলেন, যারা প্রশিক্ষণ নিয়েছেন প্রত্যেকেই তা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণে ৮০জন ও বেসিক কম্পিউটার কোর্সে ৩০ জনসহ মোট ১১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা