বাগেরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুরহাট


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-07-2021

বাগেরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুরহাট

রাত পোহালেই ঈদুল আজহা, শেষ মূহুর্তে জমে উঠেছে বাগেরহাটের পশুরহাট। আজ মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার ঐতিহ্যবাহী আমড়াগাছিয়া পশুরহাটে গিয়ে দেখা গেছে, কোরবানীর পশু কিনতে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড়, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। তবে গত বছরের তুলনায় দাম একটু বেশী বলছেন ক্রেতারা।

বাগেরহাটের শরণখোলার আমড়াগাছিয়ার পশুরহাটে বিপুল সংখ্যক গরু, মহিষ ও ছাগল দেখা গেছে। দেশী গরুর পাশাপাশি রয়েছে বিদেশী জাতের গরু। ৬০ হাজার থেকে শুরু সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজার টাকা দামের গরু রয়েছে বাজারে। কেনাবেচা চলবে রাত পর্যন্ত। ক্রেতা সমাগম বেশী থাকায় পশুর দাম বেশী চাচ্ছে বলে জানান ক্রেতারা। ছোট-বড় সব ধরনের গরু ছাগল রয়েছে এই হাটে। তাই যার যেমন প্রয়োজন তেমনটাই কিনে নিচ্ছেন কোরবানির জন্য। সন্ধ্যা নাগাত এই দাম কমার অপেক্ষায় রয়েছেন অনেক ক্রেতা। করোনা মহামারিতে বাজার ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। দেখা গেছে, ব্যবসায়ী ও ক্রেতা কারো কারো মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব মানার কোন বালাই নেই। 

তবে বাজার ইজারাদার রুবেল খান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই চলছে পশু বেচাকেনা হচ্ছে। শেষ মূহুর্তে জমে উঠেছে পশুরহাট। বেচাকেনা খুব ভালই চলছে ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা