রেকর্ড বৃষ্টিতে ডুবল দিল্লির বিমানবন্দর, অরেঞ্জ অ্যালার্ট জারি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-09-2021

রেকর্ড বৃষ্টিতে ডুবল দিল্লির বিমানবন্দর, অরেঞ্জ অ্যালার্ট জারি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বর্ষণের ফলে পানিতে ডুবে গেল ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ। ভারী বর্ষণের কারণে ইতোমধ্যে শহরে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। গতকাল শুক্রবার ১ হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

এএনআইয়ের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের রানওয়ে পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটে জানায়, আকস্মিক ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরে পানি জমে যায়। আমাদের কর্মীরা দ্রুত এ সমস্যার সমাধান করেছেন।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিল্লি ও এর আশপাশের এলাকায় বজ্রসহ ভারী থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

সূত্র : এনডিটিভি


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা