নেত্রকোনায় ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রমিক নেতা গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-09-2021

নেত্রকোনায় ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রমিক নেতা গ্রেফতার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জসিম উদ্দিন (৩৫) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার জারিয়া ইউনিয়নের গোজালীকান্দা গ্রামের আব্দুস ছমেদ মিস্ত্রীর ছেলে।

পূর্বধলা উপজেলার জাপা নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের দায়ের করা তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজ গ্রামরে বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

জানা যায়, আওয়ামী লীগের ভুঁইফোড় সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ’ নেত্রকোনা জেলা শাখার সাবেক সভাপতি হিসেবে জসিম উদ্দিনের পরিচিতি রয়েছে নিজ উপজেলায়। তিনি এই পরিচয়ে অটোরিকশা থেকে টাকা উত্তোলন করে আসছিলেন। যা অবৈধ বলে দাবী করেছে অটোরিকশা চালকরা। 

মামলার বিবরণে জানা যায়, ওই ব্যক্তি ফেসবুকে জাপা নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদকে নিয়ে ফেসবুকে বিদ্বেষপূর্ণ পোস্ট দেন। এর প্রেক্ষিতে গত ২৪ আগস্ট জাপা নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলার বিষয়টি আমলে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। 

পরে তদন্ত সাপেক্ষে পুলিশ শুক্রবার রাতে ওই শ্রমিক লীগ নেতা জ

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা