মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-09-2021

মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে হাত-পা বাধা অবস্থায় পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ বেলা ১২টায় শহরের রিজার্ভটাংকি এলাকার ভাড়া বাসার নিচতলা থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে। 

পুলিশ জানায়, লাশের হাত পা মুখ শক্ত করে বাধা ছিল। নগদ টাকা স্বর্ণালংকার তিনটি মোবাইল সেট হত্যাকারীরা নিয়ে যায়।

বাড়ির মালিক কিতাব আলী জানান, পুলিশ কনষ্টেবলের স্ত্রী বিলকিস আক্তার গত ২৪ জুলাই আমার বাসার নিচতলা ভাড়া নিয়ে দুই সন্তানসহ বসবাস করতেন। স্বামী মাসুদ রানা চাকুরির সুবাদে গাজীপুর থাকেন। সকাল আটটার দিকে নিহতের সন্তানরা বলে আমার মা কথা বলছে না। ঘরে গিয়ে দেখি হাত পা বাধা অবস্থায় লাশ পড়ে আছে। পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের স্বামী মাসুদ রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুলিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। তদন্ত শেষে হত্যা রহস্য উদঘাটন হবে বলে পুলিশ জানান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা