বরিশালে বিভিন্ন দাবিতে শ্রমিক কর্মচারীদের সমাবেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-09-2021

বরিশালে বিভিন্ন দাবিতে শ্রমিক কর্মচারীদের সমাবেশ

নিয়োগপত্র ও সার্ভিসবুক প্রদান, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দাবিতে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা শাখার উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি তুষার সেন, শ্রমিক দল নেতা ফয়েজ মাহমুদ, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আল-আমীন এবং রিকশা শ্রমিক নেতা জাহাঙ্গীর কবির মুকুল সহ অন্যান্যরা। 

বক্তারা সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে আজীবনের ক্ষতিপূরণসহ অন্যান্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা