বাবা-মা’র সাথে বেড়াতে গিয়ে নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-09-2021

বাবা-মা’র সাথে বেড়াতে গিয়ে নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

ঢাকার ধামরাইয়ে বাবা-মার সাথে বেড়াতে গিয়ে বংশী নদীতে পড়ে মো. রাফিউল ইসলাম (১৪) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধামরাই উপজেলার সদর ইউনিয়নের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নি‌খোঁজ মো. রাফিউল ইসলাম ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মো. মনিরুজ্জামান (মনির)-এর ছেলে। সে ধামরাই সরকারি হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাফিউল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি।

জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে রাফিউল ইসলাম বাবা-মা’র সাথে বেড়াতে যায় হাজিপুর এলাকায়। সেখানে রাফির বাবা-মা নৌকায় করে বেড়াতে গেলেও রাফি ও তার ছোট চাচাতো ভাই পাড়ে বসে খেলা করবে বলে থেকে যায়।

পরে রাফি খেলতে খেলতে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে চাচাতো ভাইও পানিতে লাফ দেয়। চাচাতো ভাই পানিতে হাবুডুবু খেতে থাকলে আশপাশের লোকজনের নজরে আসে। তখন তারা রাফির চাচাতো ভাইকে বাচাঁলেও রাফিকে আর খুঁজে পাওয়া যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, আমাদের ধামরাই ফায়ার স্টেশনের কোনো ডুবুরি নেই। তবে আমরা গুলিস্তান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ফোন করে জানিয়েছি। কিন্তু সেখানকার ডুবুরির দল অন্য আরেকটি জায়গায় কাজ করছে। সেখানকার কাজ শেষ হলে ধামরাই চলে আসবে

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা