মাদারীপুরে কলেজ ছাত্রী অপহরণ মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-09-2021

মাদারীপুরে কলেজ ছাত্রী অপহরণ মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য লিটন বাড়ৈকে (৪০) কলেজ ছাত্রীকে অপহরণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত ছাত্রীকে। 

আজ শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আসামি লিটন জেলার ডাসার উপজেলার নবগ্রামের যুবরাজ বাড়ৈর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৫ আগস্ট বিকেলে নিজ বাড়ী নবগ্রাম থেকে একই এলাকায় মামা বাড়ি যাওয়ার সময় রাস্তা থেকে কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় লিটন। এই ঘটনায় অপহৃত ছাত্রীর মা মাদারীপুর আদালতে দুই জনকে আসামি করে মামলা করেন। 

এই মামলায় গতকাল শুক্রবার রাতে ডাসার থানার এসআই অখিল তথ্য প্রযুক্তির সাহায্যে কালকিনি উপজেলার সুর্যমনি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে এবং ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এছাড়াও আসামি লিটন মেম্বার এর আগেও ভিন্ন ধর্মের এক কিশোরীকে অপহরণ ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে জামিনে ছিলেন বলে নিশ্চিত করেছে ডাসার থানা পুলিশ। 

এ ঘটনায় কলেজ ছাত্রীর মা বলেন, লিটন আর আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। তার বিরুদ্ধে মামলা করলে কিছুদিন পরে জামিনে বের হয়ে আবারও একই কাজ করে। আমরা এর কঠিন বিচার চাই।

এদিকে, ডাসার থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাসানুজ্জামান বলেন, আমরা আদালত থেকে আদেশ পাওয়ার সাথে সাথে তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করি এবং তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা