বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-09-2021

বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকন্দিতে বজ্রপাতে সৈয়দ আলী শেখ (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সৈয়দ শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতাঙ্গা গ্রামের মৃত ছবির উদ্দীনে ছেলে।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে জামালপুর ইউনিয়নের মাতলাখালী-স্বর্পবেতাঙ্গার রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, শুক্রবার দুপরের পর আকাশ মেঘাচ্ছন দেখা যায়। বিকেলে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। স্থানীয় সৈয়দ শেখ স্থানীয় আড়কান্দি বাজারের মুদি দোকান থেকে কেনাকাটা করে বাড়ী যাওয়ার সময় স্বর্পবেতাঙ্গা রেল লাইন এলাকায় বজ্রপাতে নিহত হয়। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ইউনিয় পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কালাম সরদার বলেন, বিকেলে আড়কান্দি বাজার থেকে বৃষ্টির মধ্যে রেললাইনের ওপর দিয়ে বাড়ী যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সৈয়দ আলী শেখ। বিনা ময়নাতদন্তে তার মরদেহ দাফনের প্রক্রিয়া করছি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা