দশমিনায় চলছে স্কুল খোলার প্রস্তুতি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-09-2021

দশমিনায় চলছে স্কুল খোলার প্রস্তুতি

করোনায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় পটুয়াখালীর দশমিনায় স্কুলে-স্কুলে চলছে শিক্ষার্থী বরণের প্রস্তুতি। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বইছে যেন ঈদের আনন্দ।

জানা যায়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণার পর থেকে দশমিনা উপজেলায় ১৪৫টি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক ও ইবতেদায়ী মাদ্রাসাসহ প্রায় ৪০টি বিদ্যালয়ের শ্রেণী কক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছে প্রতিষ্ঠানের শিক্ষকরা। কোন কোন স্কুলে শিক্ষার্থীদেরও কাজ করতে দেখা যায় অতি আনন্দে। তাদের মধ্যে দেখা যায় ঈদের আনন্দ। সরেজমিনে ঘুরে একাধিক বিদ্যালয়ে দেখা যায় এমন চিত্র।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা