বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়াল ৪৬ লাখ ৪ হাজার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-09-2021

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়াল ৪৬ লাখ ৪ হাজার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২২ কোটি ৩১ লাখ ১০ হাজার ৯৯২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৬ লাখ ৪ হাজার ৪২৬ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৬ লাখ ৭৬৩ জন এবং মারা গেছেন ৬ লাখ ৫৪ হাজার ৫৭৬ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৯৮১ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪১ হাজার ৭৪৯ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮৫ হাজার ১৭৪ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৫৫৯ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৩৯৭ ডোজ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা