ডিমলায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-09-2021

ডিমলায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীর পার্শ্বে শাখা নদ-নদী, খাল বিলগুলোতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল পেতে মাছ ধরা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো কেয়ার বাজার নামক স্থানে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গার পূর্বদিকে কেয়ার বাজার সংলগ্ন গরুর ডোবা, ভূতকুড়া, কোরানীর ঘাট থেকে সিঙ্গারা ছাড়া নদী পর্যন্ত স্থানীয়রা অভিনব কায়দায় মাছ ধরার জন্য জাল পেতে রাখা অবস্থায় উক্ত অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়।

জব্দকৃত জালের পরিমাণ প্রায় ৫০ হাজার মিটার যার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা। ডিমলা উপজেলা মৎস্য অধিদপ্তর এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার।

সার্বিক সহযোগিতায় ছিলেন রামডাঙ্গা ভূতকুড়া মৎস্য জীবী সমবায় সমিতির সভাপতি অভিলাষ চন্দ্র দাস, ডিমলা বাবুহাট মাছ বাজার সমিতির সভাপতি তুলেশ চন্দ্রদাস ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মানিক চন্দ্র রায়সহ সুশীল সমাজ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা