ফরিদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে নদী ভাঙন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-09-2021

ফরিদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে নদী ভাঙন

ফরিদপুরে পদ্মা নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি আরো উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ১৬ সেন্টিমিটার কমে তা বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা ৪ দিন ধরে পদ্মার পানি কমতে থাকায় সদর উপজেলার অম্বিকাপুর ও আলিয়াবাদ ইউনিয়নে কিছুটা উন্নতি হলেও পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলগুলো এখনো পানির নিচে তলিয়ে আছে।

ফলে সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল ইউনিয়ন ছাড়াও সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ এখনো পানিবন্দি হয়ে রয়েছে। বানভাসী এসব এলাকায় এখনো বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট চলছে। করোনাকালীন এবং বন্যার কারণে দীর্ঘদিন ধরে কাজ না থাকায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

এদিকে, পদ্মা, আড়িয়াল খাঁ ও মধুমতি নদীর পানি কমতে শুরু করলেও এসব এলাকায় নদী ভাঙন বেড়েছে আশঙ্কাজনক হারে। আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙনে সেখানকার কয়েকশ পরিবার দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেললেও কোনো ক্রমেই ভাঙনরোধ করা যাচ্ছে না। ফলে নদী তীরের মানুষ এখন আতঙ্কিত হয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা