পাল্টা জবাবে সৌদির দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালাল ইয়েমেন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-09-2021

পাল্টা জবাবে সৌদির দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালাল ইয়েমেন

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনের ওপর সৌদি জোটের হামলার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হামলা সম্পর্কে সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী এমনটাই জানিয়েছে। তারা বলছে, সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দু’টি বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করা হয়েছে। হুথি যোদ্ধারা এই ড্রোন সৌদি আরবের খামিস আল- মুসাইত শহরে হামলা চালানোর জন্য পাঠিয়েছিল।

উল্লেখ্য, গতকাল সৌদি নেতৃত্বাধীন আরব জোট যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুদাইদা প্রদেশের আত-তুহাইয়াত এলাকায় হামলা চালায়। তবে হুথি যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি হামলা প্রতিহত করতে সক্ষম হয়। সূত্র : পার্সটুডে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা