কাবুলে ঈদের নামাজ চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে রকেট হামলা


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-07-2021

কাবুলে ঈদের নামাজ চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে রকেট হামলা হয়েছে। কারা এঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। মঙ্গলবার (২০ জুলাই) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দেশটির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্ট্যানিকজাই জানিয়েছেন, প্যালেসের বাইরে তিনটি রকেট আঘাত করে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি।জানা গেছে, প্যালেসের প্রাঙ্গনে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছিল। এখানে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানিও উপস্থিত ছিলেন। বিস্ফোরণের শব্দ হলেও নামাজ চলমান থাকে। পরে ঘানি বাইরের এক পোডিয়াম থেকে ভাষণ দেন


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা