ঝিনাইদহে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-09-2021

ঝিনাইদহে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ ২ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর তিন বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে যাত্রী নিয়ে ভ্যানটি বারোবাজার থেকে পিরোজপুর যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী শাপলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ভ্যানচালক মহিদুল ইসলাম।

আহত হয় ভ্যানের যাত্রী তাসলিমা খাতুন। সেখান থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে এ ঘটনার প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)