শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মুখ খুললেন শাকিব খান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-09-2021

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মুখ খুললেন শাকিব খান

চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। শিল্পীদের এই দ্বি-বার্ষিক ভোটকে কেন্দ্র করে এরই মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও দেশীয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান সব গুঞ্জন উড়িয়ে জানালেন কোনো নির্বাচনেই তিনি অংশ নিচ্ছেন না।

আসন্ন নির্বাচন নিয়ে তিনি নিরবতা ভেঙে গণমাধ্যমে বলেন, ‘নির্বাচন নিয়ে মোটেও ভাবি না। আর আমার এতো সময়ও নেই। আমাকে জড়িয়ে যেসব সংবাদ হয়েছে সেগুলো পুরোপুরি মনগড়া-আজগুবি। অনেকটা হাওয়া থেকে পাওয়া নিউজ।’ 

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা মনে করেন, ‘সমিতি নিয়ে মাতামাতি ও নির্বাচন করলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই আগাবে না। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো ভালো কাজ করতে হবে।’

সমিতির টানা তিন মেয়াদের এই সভাপতি বলেন, ‘তার সিনেমার ব্যস্ততা তুলনামূলক বেড়ে যাওয়ায় তৃতীয়বার স্বেচ্ছায় নির্বাচনে অংশ নেননি। আগামীতে ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে তার পূর্ণ মনোযোগ থাকবে কাজে। তাই তিনি নির্বাচন করবেন না।’ 

উল্লেখ্য, চলচ্চিত্র অঙ্গনে পর্দার বাইরে সবচেয়ে আলোচিত ঘটনা শিল্পী সমিতির নির্বাচন। বরাবরই নিজেদের সংগঠনের ভোট নিয়ে শিল্পীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। দেখা যায় নির্বাচনের দিন এফডিসিতে তারকাদের ঢল নামে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা