হাতিরঝিলে উল্টোপথে আসা প্রাইভেটকার-সিনএনজির মুখোমুখি সংঘর্ষ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-09-2021

হাতিরঝিলে উল্টোপথে আসা প্রাইভেটকার-সিনএনজির মুখোমুখি সংঘর্ষ

রাজধানীর হাতিরঝিলে উল্টোপথে আসা প্রাইভেটকারের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

 
জানা যায়, মধুবাগ ব্রিজে একমুখী চলাচলের সড়কে উল্টো দিক থেকে আসা সাদা রঙের গাড়িটি মুখোমুখি সজোরে ধাক্কা দেয় সঠিক লেন মেনে চলা সিএনজি অটোরিকশাকে। এতে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় সিএনজি ও প্রাইভেটকার। মারাত্মক আহত হন অটোরিকশার চালক উত্তম কুমারসহ দুই যাত্রী।
 
এসময় ব্যক্তিগত গাড়িটির মালিক ব্যবসায়ী মো. জামানি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। তিনি নিজে গাড়িটি চালানোর কথা অস্বীকার করেন। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়িচালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। এবং গাড়িতে অন্য কেউ ছিল না উনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
 
পুলিশও বলছে, গাড়িটি চালানোর সময় মালিক জামানি ছিলেন মদ্যপ অবস্থায়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা