দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই : পিএসসি চেয়ারম্যান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-09-2021

দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই : পিএসসি চেয়ারম্যান

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। একজন মানুষকে বহুগুণে গুণান্বিত হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ২ দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

এ সময় পিএসসি চেয়ারম্যান বলেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। এক্ষেত্রে শিক্ষকরাই হচ্ছেন পথ প্রদর্শক। তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সকলের সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠবে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। যার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে। 

আজ বুধবার সকাল ১০টার দিকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে ‘Training on Good Governance, Office & Financial Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডিরেক্টিং স্টাফ (প্রজেক্ট) সৈয়দ মিজানুর রহমান। 

২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট ও দপ্তরপ্রধান কর্মশালায় অংশগ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার কর্মশালার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষণ গ্রহণ করবেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা