ঢাবি উপ-উপাচার্যের নামে ভুয়া ফেসবুক পেইজ, থানায় জিডি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-09-2021

ঢাবি উপ-উপাচার্যের নামে ভুয়া ফেসবুক পেইজ, থানায় জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে পেইজ খোলা হয়েছে। 'ভুয়া' ওই পেইজ থেকে বিভ্রান্তি ছড়ানো হতে পারে, এমন আশঙ্কায় মঙ্গলবার শাহবাগ থানায় জিডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নামে একটি অসাধু চক্র একটি ফেসবুক পেইজ (https://www.facebook.com/poetsamad) খুলেছে। অসাধু চক্রটি পরিকল্পিতভাবে এই ভুয়া পেইজ থেকে উসকানিমূলক বক্তব্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন এবং শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পরিবার ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই ফেসবুক পেইজের সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি-জিডি করেছে। জিডি নম্বর- ৪২৩।  বিজ্ঞপ্তিতে ওই পেইজের বিষয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেইজ নাই।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা