হবিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-09-2021

হবিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

হবিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার সকাল ১১টায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। 

বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মো. নজরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, বিটিভি প্রতিনিধি আলমগীর খান প্রমূখ। 

সভায় বক্তারা বলেন, করোনাকালীন সময়ে দেশের শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ ক্ষতি হয়েছে। শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে নিতে সরকার আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিচ্ছে। তাই প্রত্যেক সন্তানকে বিদ্যালয়ের যথাসময়ে পাঠানোর অনুরোধ জানান তারা।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা