কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-09-2021

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় পানিতে ডুবে ইসান হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নাওলা এলাকার শুকুর হোসেনের ছেলে সে। ইসান হোসেন মাদ্রাসায় লেখাপড়া করতো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার বরিয়াবহ থেকে নাওলা বন্যার পানিতে ডুবে যায়। সেই ডুবে যাওয়া সড়ক দিয়ে মঙ্গলবার বিকেলে বরিয়াবহ এলাকা থেকে বাড়ি যাবার পথে বন্যার পানির স্রোতে শিশুটি পড়ে যায়। শিশুটি নিখোঁজ হলে পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকালে ওই শিশুটির লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক চেষ্টার পর বুধবার সকালে লাশটি উদ্ধার করেছে।

 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা