ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত অন্তত ৪০ জন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-09-2021

ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত অন্তত ৪০ জন

ইন্দোনেশিয়ার ব্যান্টেন প্রদেশের তানজেরাং কারাগারের সি-ব্লকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে এ হতাহতের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির সরকারি এক মুখপাত্র।   

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি জানান, অগ্নিকান্ডে অন্তত ৪০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। কী কারণে কারাগারে আগুন লেগেছে, তা নির্ণয়ে অনুসন্ধান এখনো চলছে বলেও জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কারাগারের যে অংশে আগুন লেগেছে, সেখানে মাদক মামলার আসামিদের রাখা হয়েছিল। এর ধারণ ক্ষমতা ১২২ জন। তবে আগুনের সময় সেখানে কতজন ছিলেন, তা জানা যায়নি।

কমপাস টিভির একটি ভিডিওতে দেখা যায়, কারাগারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিহত হয়েছেন ৪১ জন। গুরুতর আহত হয়েছেন ৮ জন।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার কারাগারগুলোতে সাধারণত ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোককে আটক রাখা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা