ঢেউয়ের ভয়ে জাহাজের ছাদ থেকে লাফ দিয়ে প্রাণ গেল শ্রমিকের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-09-2021

ঢেউয়ের ভয়ে জাহাজের ছাদ থেকে লাফ দিয়ে প্রাণ গেল শ্রমিকের

চট্টগ্রামে কর্ণফুলী নদীর প্রচণ্ড ঢেউয়ের ভয়ে একটি মাছ ধরার জাহাজের ছাদ থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রশিদ (৫০)। গতকাল মঙ্গলবার বিকালে কর্ণফুলী নদীর ইছানগর অংশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদ এফবি মাগফেরাত নামে একটি শিপিং জাহাজে শ্রমিক (সেইলর) হিসেবে কাজ করতেন। তিনি ডবলমুরিং এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

সদরঘাট নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী জানান, কর্ণফুলীর ইছানগর এলাকা অংশে অবস্থান করছিল মাছ ধরার একটি জাহাজ। নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় ভয়ে জাহাজের ছাদ থেকে লাফ দেন ওই শ্রমিক। এতে করে তিনি জাহাজের মেঝেতে এসে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা