সরকার গঠনে প্রস্তুত তালেবান, নতুন স্লোগানে সাজানো হচ্ছে শহর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-09-2021

সরকার গঠনে প্রস্তুত তালেবান, নতুন স্লোগানে সাজানো হচ্ছে শহর

গত ১৫ আগস্ট আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে তালেবান। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সরকার গঠনের বিষয়ে তড়িঘড়ি করেনি তালেবান। তবে খুব শিগগিরই তালেবান সরকার ঘোষণা করা হবে।

তালেবানের নতুন সরকার গঠন সামনে রেখে রাজধানী কাবুলে চলছে সাজসজ্জার কাজ। কাবুলের রাস্তার দেয়ালে নতুন সরকার ঘোষণার প্রস্তুতি থেকে শুরু করে ছবি এবং স্লোগান প্রতিস্থাপন করা হচ্ছে।

কাবুলের কিছু কিছু দেয়ালে অতীতে যেখানে জাতীয় ব্যক্তিত্ব, জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানের ছবি দেখা যেত। কিন্তু আজকাল সেই দেয়ালে নতুন স্লোগান দেখা যায়।

তালেবান জানায়, তারা নতুন সরকার ঘোষণার প্রস্তুতি সামনে রেখে শহরকে নতুন স্লোগান দিয়ে সাজানো হচ্ছে।

তালেবানের সাংস্কৃতিক কমিশন জানায়, তারা নতুন সরকারের ঘোষণার প্রস্তুতির জন্য কাবুলের দেয়ালে দেয়ালে নতুন স্লোগান প্রতিস্থাপন করছে।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি প্রধান আহমদুল্লাহ ওয়াসিক জানায়, নতুন সরকারের ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে শহরে স্লোগান এবং প্ল্যাকার্ড স্থাপন করা হবে।

নতুন সরকারের ঘোষণায় বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে তালেবান। এ বিষয়ে আহমদুল্লাহ ওয়াসিক জানান, কিছু গুরুত্বপূর্ণ দেশের প্রতিনিধি, কর্মকর্তা এবং কূটনীতিকরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

সূত্র: টোলোনিউজ


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা