ভারতে আড়াই বছর জেল খেটে দেশে ফিরলেন সেই দম্পতি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-09-2021

ভারতে আড়াই বছর জেল খেটে দেশে ফিরলেন সেই দম্পতি

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পুনেতে আড়াই বছর জেল খেটে দেশে ফিরেছেন এক দম্পতি। মঙ্গলবার কোলকাতা পুলিশের বিশেষ গাড়িতে চেপে ইমারজেন্সি ট্রাভেল সার্টিফিকেট নিয়ে পেট্টাপোল চেকপোস্টে এসে পৌঁছান তারা। বেলা ৩টার দিকে পেট্টাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

ভারতের পুনের জেল থেকে ছাড়া পাওয়া এই দম্পত্তির বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামে।

স্ত্রী জানু বেগম (ছদ্মনাম) বলেন, সাতক্ষীরার জনৈক পাচারকারীর খপ্পরে পড়ে ২০১৯ সালে মার্চ মাসে তারা ভারতের মুম্বাই শহরে যায়। কাপড়ের দোকানে মোটা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়। কোলকাতার এক দালাল ট্রেনে করে তাদেরকে মুম্বাই নেওয়ার ৩ দিন পর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধ দেখিয়ে তার স্বামীকে পুলিশে ধরিয়ে দেয় দালালরা। পরের দিন রাতে সংঘবদ্ধ দালাল চক্র তাকে (জানু বেগম) পুনের বুধওয়ার পেথ নামক একটি নিষিদ্ধ পল্লিতে মোটা অংকের বিনিময়ে বিক্রি করে দেয়। নিষিদ্ধ পল্লিতে অবস্থানকালে তাকে দেহ ব্যবসা করার জন্য মারধর করলে রাতের আঁধারে পালিয়ে নিকটস্থ থানায় আশ্রয় নেন তিনি। পুলিশ আদালতে পাঠালে তাকে দোষী সাব্যস্ত করে আড়াই বছরের জেল দেয়। জেল খাটা শেষে দেশে ফেরার কাগজ তৈরী করতে সময় লাগে আরো প্রায় ৮০ দিন। পুনের ফরাসখানা থানা কাগজপত্র তৈরী শেষে বিশেষ পুলিশী পাহারায় রবিবার সন্ধ্যায় মুম্বাই থেকে কোলকাতার উদ্দেশে ট্রেনে রওনা দেয়।

বেনাপোল ইমগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বিশেষ ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে ফেরত আসা এই দম্পত্তিকে নিয়মানুযায়ী প্রাথমিক কোয়ারেন্টাইনে রাখার জন্য শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে হস্তান্তর করা হয়েছে। ঝিকরগাছা গাজিরদরগা নামক কোয়ারেন্টাইন সেন্টারে তাদের রাখা হতে পারে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা