বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩৫, আহত ৬০


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-07-2021

বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩৫, আহত ৬০

ইরাকের রাজধানী বাগদাদে একটি জনাকীর্ণ বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৬০ জন। ঈদুল আজহার প্রাক্কালে গতকাল সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বিস্ফোরণের পর আশপাশের এলাকায় ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে থাকতে দেখা যায়। লোকজন তখন ঈদের কেনাকাটা করছিল।

২০১৮ সালের জানুয়ারির পর বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা এটি। তিন বছর আগে তায়ারান চত্বরে হওয়া আগের হামলায় ৩৫ জন নিহত হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে জোড়া বোমা হামলার পর মাটিতে একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় এবং আহতদের বাগদাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সূত্র : আল জাজিরা


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা