বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-09-2021

বরিশালে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা

বরিশাল নগরীসহ বিভাগের ৪ জেলায় ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রির বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-৮। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্ব-স্ব জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করে তারা। 

এ সময় ২১ জন হোটেল ও কনফেকশনারী মালিকের কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় এবং ১জন ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। 

সন্ধ্যায় র‌্যাব-৮ প্রেরতি এক প্রেস বিজজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরিশাল মহানগরীতে ৫টি খাবার হোটেল ও মিস্টির দোকানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। ভোলা সদরে ৩ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা এবং একজন ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। 

এছাড়া ঝালকাঠি সদরে ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার এবং পিরোজপুর সদরে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত অর্থদন্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের সতর্ক করেন। জনস্বার্থে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা