উদ্ধার হওয়া সেই শিশুকে পাহাড়ি পরিবারের জিম্মায় দিলেন আদালত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-09-2021

উদ্ধার হওয়া সেই শিশুকে পাহাড়ি পরিবারের জিম্মায় দিলেন আদালত

খাগড়াছড়ি সরকারি কলেজের কমন রুমের টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যা শিশুটিকে এক পাহাড়ি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহেরের আদালত নবজাতকটিকে স্মৃতি বিকাশ চাকমা নামে এক দম্পতির কাছে জিম্মায় দেওয়ার আদেশ দেন।

আবেদনকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবছার হোসেন রনি বলেন, নবজাতককে জিম্মায় পেতে ৫ জন আবেদন করেন। স্মৃতি বিকাশ চাকমা একজন সরকারি চাকরিজীবী। চিকিৎসকের মতামত ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আদালত নবজাতককে এ পরিবারের জিম্মায় প্রদানের আদেশ দিয়েছেন। নবজাতক শিশুটি মাকে না পেলেও নতুন মা-বাবার কাছে আশ্রয় পেয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে নবজাতকের কান্না শুনে উদ্ধার করে কর্তৃপক্ষ। এরপর থেকে এ নবজাতক খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা