টাঙ্গাইলে গণটিকা; দ্বিতীয় ডোজ শুরু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-09-2021

টাঙ্গাইলে গণটিকা; দ্বিতীয় ডোজ শুরু

গত মাসের সাত তারিখে যারা গণটিকা নিয়েছে তারাই আজ মডার্নার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। টাঙ্গাইলে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর সময় সকাল ৯টা হলেও জেলা শহর ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেগুলোতে তার আগেই টিকা প্রত্যাশীরা ভিড় জমাতে থাকেন। সকাল ৯টার মধ্যেই অনেক কেন্দ্রে মানুষের সারি দেখা যায়।

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন স্বাস্থকেন্দ্র ঘুরে এসে দেখা যায়, সকাল ৯টায় শুরু হয় দ্বিতীয় ডোজের টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। এই কেন্দ্রে দ্বিতীয় ডোজের ৮০০ জনকে টিকা দেয়া হবে। দ্বিতীয় ডোজ হওয়ায় লম্বা লাইন নেই। সকাল থেকে কোন জটিলতা ছাড়াই দুপুর পর্যন্ত টিকা কার্যক্রম চলছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ড. আবুল ফজল মো. সাহাবউদ্দিন খান জানান, মঙ্গলবার থেকে দেশব্যাপী করোনার দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা একই কেন্দ্রে মঙ্গলবার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। জেলায় ১৩৯টি কেন্দ্রে মোট ৭৫ হাজার ৬৫জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে।

তিনি বলেন, করোনাভাইরাসের টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় গত মাসে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। বিশেষ করে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত যারা রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা প্রথম ডোজের টিকা কার্ড নিয়ে একই কেন্দ্রে গেলেই টিকা পাবেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা