গিনির নতুন শাসনভারের দায়িত্ব এখন কার হাতে?


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-09-2021

গিনির নতুন শাসনভারের দায়িত্ব এখন কার হাতে?

আফ্রিকার দেশ গিনির প্রেসিডেন্ট আলফা কোন্ডের পতন ঘটিয়ে রবিবার (৫ সেপ্টেম্বর) নতুন শাসনভারের দায়িত্ব নিয়েছেন সামরিক অভ্যুত্থানের মাস্টারমাইন্ড সেনাবাহিনীর কর্নেল মামাদি দুম্বিয়া। 

কর্নেল মামাদি দুম্বিয়া প্যারিসে প্রতিরক্ষা বিষয়ে মাস্টার্স করেছেন। ইতিপূর্বে ফরাসি সেনাবাহিনীর প্রসিদ্ধ শাখা 'ফরাসি বিদেশী রেজিমেন্ট-এ কর্মরত ছিলেন। ফ্রান্সের আফগানিস্তান, জিবুতি, আইভরি কোস্ট, সেন্ট্রাল আফ্রিকায় লড়াই করেছেন। তিনি ফরাসি এক নারীকে বিয়ে করে ফরাসি নাগরিকত্ব লাভ করেন। 

এছাড়াও ইসরাইলের রাষ্ট্রীয় সামরিক একাডেমিতে প্রশিক্ষণ লাভ করেছেন তিনি। ২০১৮ সালে প্রেসিডেন্ট আলফা কোন্ডে স্পেশাল ফোর্স গঠনের ঘোষণা দেন। এ উদ্দেশ্যে দুম্বিয়াকে এটি গঠন ও কমান্ডের দায়িত্ব দেন। দুম্বিয়া এই সুযোগের সদ্ব্যবহার করেছেন। বিশেষভাবে প্রশিক্ষিত ও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এ বাহিনীর মাধ্যমে প্রেসিডেন্ট কোন্ডের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটান।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা