বিএসসির নাবিককে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-09-2021

বিএসসির নাবিককে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নাবিক হংকং বন্দরে মারা যাওয়া মো. মোকাররম হোসেনের স্ত্রীর হাতে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। সোমবার নাবিকের স্ত্রী সাহানা বেগমের হাতে চেক হস্তান্তর করেন বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, (এনডি), এনজিপি, এনডিসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন বিএসসি’র নির্বাহী পরিচালক (প্রযুক্তি), সচিব, মহাব্যবস্থাপন (প্রশাসন) সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।  

প্রসঙ্গত, বিএসসির মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’য় কর্মরত নাবিক মো. মোকাররম হোসেন (সিডিসি নং-টি/৩০৮৬২) গত ২১ জুন হংকং বন্দরে অবস্থানকালীন জাহাজে মৃত্যুবরণ করেন। এরপর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-হংকং, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ১৭ জুলাই নাবিকের মৃতদেহ বাংলাদেশে ফেরত আনা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিএসসি সী-ম্যান্স এসোসিয়েশনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আলোকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ পাঁচ লাখার চেক নাবিকের স্ত্রী সাহানা বেগমের হাতে তুলে দেয়া হয়। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা