চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-09-2021

চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় করোনা টেস্ট হচ্ছে প্রতিদিনই। ধীরে ধীরে কমছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় জেলার ৭ উপজেলায় কেউ করোনা শনাক্ত হয়নি বা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। 

তবে নতুন করে ৭৬ জন শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরীতে ৫০ জন এবং চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ে ২৬ জন রয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। উপজেলা পর্যায়ে ২৬ জনের মধ্যে সবচেয়ে বেশি রাউজানে শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন সূত্রে আরো জানা গেছে, চট্টগ্রাম নগরীর ৫০ জন ছাড়াও উপজেলা পর্যায়ে শনাক্ত ২৬ জনের মধ্যে সবচেয়ে বেশি করোনার রোগী পাওয়া যায় রাউজানে। সেখানে ১৫ জনের শরীরে মিলে করোনার জীবাণু। এছাড়া বোয়ালখালীতে ৩ জন, আনোয়ারা, ফটিকছড়ি ও সীতাকুন্ডে ২ জন করে এবং পটিয়া ও হাটহাজারীতে ১ জন করে করোনা শনাক্ত হয়। এদিন, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মিরসরাই ও সন্দ্বীপে কোনো করোনা পজিটিভ পাওয়া যায়নি।

অন্যদিকে, চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১২১ জন। এর মধ্যে নগরীতে ৭২ হাজার ৭০২ জন এবং উপজেলা পর্যায়ে ২৭ হাজার ৪১৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনসহ ১ হাজার ২৫১ জন মারা গেছেন। এর মধ্যে নগরীতে ৬৯৬ জন এবং উপজেলায় ৫৫৫ জন রয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ১ হাজার ২৫২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। কমেছে আক্রান্ত। তবে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা কঠোরভাবে কাজ করছেন করোনা নিয়ে। সরকারও আন্তরিক। ফলে ধীরে ধীরে করোনা রোগী কমছে বলে জানান তিনি।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এক্সিকিউটিভ কমিটির (ইসি) সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সারাদেশের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে করোনা টিকা দেয়া শুরু হয়েছে আগে থেকেই। ফলে প্রতিটি এলাকায় এখন করোনার সর্তকতায় আছেন সকলেই। সরকারের দেয়া নির্দেশনায় সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন তৎপরতায় কাজ চলছে। প্রতিটি হাসপাতালও চিকিৎসাসেবায় কোন ধরনের কমতি দেখাচ্ছে না। করোনা শনাক্তদের আরো বেশী করে নজরদারি করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। তবে চেষ্টা চলছে করোনা রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দেয়ার জন্যও।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা