সাতক্ষীরায় চুরি যাওয়া ৩৭ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-09-2021

সাতক্ষীরায় চুরি যাওয়া ৩৭ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরা জেলা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন সময় হারিয়ে ও চুরি হয়ে যাওয়া ৩৭টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে এসব মোবাইল ফোনগুলো মূল মালিকের নিকট হস্তান্তর করা হয়।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে মূল মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার ইকবাল হোসেন প্রমুখ। 

এ সময় পুলিশ সুপার বলেন, আগস্ট মাসে আমরা ৩৭টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছি। পুলিশ বিভিন্ন জেলা থেকে অত্যন্ত দক্ষতার সাথে প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনগুলো উদ্ধার করেছে। মোবাইল ফিরে পেয়ে সকলে পুলিশকে ধন্যবাদ জানান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা