বাড়ি ফিরেছেন সায়রা বানু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-09-2021

বাড়ি ফিরেছেন সায়রা বানু

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সায়রা বানু। সোমবার এ খবর জানিয়েছেন প্রবীণ অভিনেত্রীর পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি।

গত ২৮ আগস্ট প্রবল শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ নিয়ে মুম্বাইয়ের খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউ বিভাগে। তবে কোভিডের কোনও লক্ষ্মণ তার শরীরে দেখায় দেয়নি।

ফারুকি সোমবার নেটমাধ্যমে আরও জানিয়েছেন, এখন শ্বাসকষ্ট নেই সায়রার। বাড়িতে ফিরেছেন। 

তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত প্রবীণ অভিনেত্রী। জটিল করোনারি সিনড্রোমে ভুগছেন তিনি।

প্রসঙ্গত, হিন্দুজা হাসপাতালেই ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন সায়রার স্বামী দিলীপ কুমার। বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর ৭ জুলাই এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বড় পর্দার ‘দেবদাস’।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা