হাওরে মাছ ধরার নৌকা ডুবি, নিহত ১


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-09-2021

হাওরে মাছ ধরার নৌকা ডুবি, নিহত ১

কিশোরগঞ্জের ইটনার মৃগা হাওরে মাছ ধরার নৌকা ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। নিহত শামীম মিয়া (২০) প্রজারকান্দা গ্রামের সারাজ মিয়ার ছেলে। আর একই গ্রামের মাস্টার আলীর ছেলে জয় বাদশা (১৫) নিখোঁজ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের পাঁচ ব্যক্তি নৌকাযোগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে মৃগা হাওরে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টার দিকে ঝড়ে নৌকাটি ডুবে যায়। পরে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ থাকেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মৃগা হাওরে তাদের খোঁজাখুঁজি করে। আজ সোমবার দুপুর ১২টার দিকে শামীমের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে জয় বাদশার এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা