রক্তাক্ত মিরাজ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-07-2021

রক্তাক্ত মিরাজ

নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের ব্যাট ও বলের মাঝে এসে পড়েছিল মিরাজের ডান হাত। সে আঘাতে ফেটে গেছে হাত, এরপর ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন তিনি। ডান হাত বলে ঝুঁকিটা বেশি, মিরাজের তো সেটিই ‘বোলিং-হ্যান্ড’! মিরাজের অসম্পূর্ণ ওভার শেষ করেছেন মোসাদ্দেক হোসেন। অবশ্য এই ওভার শেষ করার ব্যাপারটা এ সফরে মোসাদ্দেকের জন্য এবারই প্রথম নয়। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে মোস্তাফিজ চোট পেয়ে উঠে গিয়েছিলেন, সে ওভারও শেষ করেছিলেন তিনি।
বাংলাদেশ ফিল্ডারের চোটও এই ম্যাচে এটি প্রথম নয়। এর আগে ফিল্ডিংয়ে ‘রক্তাক্ত’ হয়েছেন তাসকিন আহমেদও। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে তারও ডান হাতের কনুইয়ের নিচের অংশ ছড়ে গেছে। তিনি অবশ্য মাঠেই আছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা