কেরানীগঞ্জের নুরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-09-2021

কেরানীগঞ্জের নুরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার অদূরে কেরানীগঞ্জের নুরু মার্কেটের আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

রবিবার দিবাগত রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা পর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। রাত ১২টা ৪০ মিনিটে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বে প্রায় তিন শতাধিক দোকান পুড়ে গেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা