তিন জাতি ফুটবল টুর্নামেন্টে হার দিয়ে শুরু বাংলাদেশের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-09-2021

তিন জাতি ফুটবল টুর্নামেন্টে হার দিয়ে শুরু বাংলাদেশের

তিন জাতি ফুটবল টুর্নামেন্টে ফিলিস্তিনের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ ফুটবল দল।

রবিবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। সর্বশেষ দুটি বঙ্গবন্ধু গোল্ডকাপে ২-০ ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশটির কাছে হেরেছিল বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টে প্রথম ম্যাচে ১-০ গোলে স্বাগতিকদের কাছে হেরেছিল ফিলিস্তিন। ২ গোলে দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশের সামনে কঠিন এক চ্যালেঞ্জই ছেড়ে দিল। 

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকা ফিলিস্তিন ৩৪ মিনিটে গোল করে। পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই আবার গোল খেয়ে বসে। বাংলাদেশের গোলরক্ষক সোহেল ভালো তিনটি সেভ না করলে হারের ব্যবধান বড় হতেও পারতো।

এদিকে, ম্যাচের ৬৮ মিনিটে দুটি পরিবর্তন। মতিন মিয়াকে বসিয়ে সুমন রেজা ও তারিককে বাসিয়ে বিপলু আহমেদকে নামিয়ে জেমি ডে চেষ্টা করেছেন ঘুরে দাঁড়াতে। ৮৫ মিনিটে আরও দুটি পরিবর্তন করা হয়। সেহরান খান মাঠে নামার মধ্যে দিয়ে বাংলাদেশের ফুটবলে তৃতীয় প্রবাসীর অভিষেক হলো।

শেষ দিকে বাংলাদেশের খেলোয়াড়দের পায়ে বল বেশি সময় থাকলেও গোল আদায় করতে পারেনি। বাংলাদেশ টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা