নোয়াখালীতে আওয়ামী লীগের তিন গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-09-2021

নোয়াখালীতে আওয়ামী লীগের তিন গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি

নোয়াখালী জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের তিন গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে। 

রবিবার সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিকালে এমপি একরামুল করিম চৌধুরীর সমর্থনে কমিটি ঘোষণার দাবিতে সমাবেশ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে আওয়ামী লীগের আরো দুই পক্ষ মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন সমর্থকরা মিছিলের চেষ্টা করে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে সরে যায়। পরে মেয়র সমর্থকদের সাথে এমপি সমর্থকদের পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত আছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা