মামলায় হাজিরা দিতে আসার পথে হামলা, সাবেক মেম্বারসহ আহত ৮


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-09-2021

মামলায় হাজিরা দিতে আসার পথে হামলা, সাবেক মেম্বারসহ আহত ৮

হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় পূর্ববিরোধের জেরে পুকড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাবেক মেম্বার আফরোজ মিয়াসহ ৮ ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে। রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের পৌর এলাকার উমেদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামের বাসিন্দা ইউনিয়ন যুবলীগ সভাপতি সাবেক মেম্বার আফরোজ মিয়ার গংদের সাথে জলমহাল নিয়ে পূর্বের বিরোধ চলে আসছিল একই গ্রামের এরাজত মিয়ার। এর জের ধরে রবিবার দুপুরে আফরোজ মেম্বারসহ তার লোকজন হবিগঞ্জ আদালতে একটি মামলার হাজিরা দিতে সিএনজি অটোরিকশা যোগে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। উমেদনগর এলাকায় আসলে এরাজত মিয়া তার ভাগ্নে উমেদনগরের মইনুল হক, কামাল মিয়া, কুদ্দুছ মিয়া, ফজল মিয়া, মিমরাজ মিয়াসহ ২০/২৫ জন সন্ত্রাসী তাদের গাড়ি আটক করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় মোছাব্বির  মিয়া (৫০) আব্দুল ওয়াহিদ মিয়া (৩৫) মোক্তাদির মিয়া (৪০) শ্যামল চন্দ দাশ (৪০), ওয়ালিদ মিয়া (৪৩) ও খালেদ মিয়াকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জব্বার মিয়া  (৩৫) আফরোজ মিয়াকে (৪৫) হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসা ডাক্তার মিঠুন রায় বলেন, আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা