কোভিডে সুরক্ষায় তিন ডোজ প্রয়োজন : অ্যান্থনি ফাউসি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-09-2021

কোভিডে সুরক্ষায় তিন ডোজ প্রয়োজন : অ্যান্থনি ফাউসি

কোভিড-১৯ থেকে সুরক্ষার বিষয়ে মার্কিন গবেষক ড. অ্যান্থনি ফাউসি বলেছেন , সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে তিন ডোজ টিকার প্রয়োজন হতে পারে। তিনি ইসরায়েলের দুটি গবেষণার কথা উল্লেখ করে বলেন, যারা বুস্টার ডোজ বা তিন ডোজ টিকা নিয়েছেন, তাদের মধ্যে সংক্রামণের হার অনেক কম।

গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‌‘তিন ডোজ টিকা প্রকৃতপক্ষে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে। এটি সত্যি হলে, দ্রুতই তিন ডোজ টিকার কর্মসূচির অনুমোদন দেওয়া হবে।’ 

এদিকে, মার্কিন চিকিৎসক ড. ভিভেক মার্থি জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যেই বুস্টার ডোজের অনুমোদন দিতে পারে এফডিএ (ফুড অ্যাড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) কর্তৃপক্ষ।

তবে এখনো পর্যন্ত অনুমোদন না দেওয়া হলেও, জনসাধারণ বুস্টার ডোজের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেওয়ার আগে পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আরও কিছুটা সময় প্রয়োজন হতে পারে।

এ পর্যন্ত প্রায় ৬২.২ শতাংশ মার্কিন নাগরিক করোনার অন্তত এক ডোজ টিকা নিয়েছেন এবং ৫২.৯ শতাংশ নাগরিক দুই ডোজই সম্পন্ন করেছেন। 

সূত্র : সিএনএন 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা